ইংরাজিতে ‘ইন্টারকোর্স’। বাংলায় যার মানে দাঁড়ায় ‘সঙ্গম’। টিভিতে সিনেমার প্রোমোশনে এই ইন্টারকোর্স শব্দটির ব্যবহার নিয়ে এবার আপত্তি তুললেন সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালনি।
উড়তা পঞ্জাব সিনেমা নিয়ে পেহলাজ নিহালনির সেন্সরের কাঁচি সারা ভারতে আলোড়ন ফেলেছিল। সেই পেহলাজ নিহালনির সিনেমা জগতে পরিচিতিই হয়ে দাঁড়িয়েছে কাঁচি স্পেশালিষ্ট হিসাবে। সেই নিহালনি এবার প্রশ্ন তুললেন শাহরুখ খান-অনুষ্কা শর্মার নতুন ছবি জব হ্যারি মেট সেজল-এর টিভি প্রোমোতে ‘ইন্টারকোর্স’ শব্দের ব্যবহার নিয়ে।
পূর্বতন অভিজ্ঞতা থেকে এবার অনেকটা গুছিয়ে প্রসঙ্গটি সামনে এনেছেন পেহলাজ। তাঁর সাফ কথা, যদি অভিভাবকদের ১২ বছরের নিচের সন্তানদের এসব কথা শোনায় কোনও আপত্তি না থাকে, তবে তাঁরও ছাড়পত্র দিতে আপত্তি নেই। ১ লক্ষ ভোট যদি বলে টিভি প্রোমোশনে সিনেমায় থাকা ইন্টারকোর্স শব্দটি নিয়ে কোনও সমস্যা নেই, তবে তাঁরও এ বিষয়ে কোনও আপত্তি নেই।
সেন্সর বোর্ড তরফে জানানো হয়েছে, যেহেতু টিভি একটি পারিবারিক মাধ্যম, তাই সেখানে কিছু বিধিনিষেধ আছে। যা অনুসরণ করা জরুরি। ফলে টিভি প্রোমোতে ইন্টারকোর্স শব্দটি নিয়ে বড় প্রশ্নের মুখে দাঁড়াল শাহরুখের নতুন ছবি।