Sports

ফুটবল দুনিয়ায় ইন্দ্রপতন, চলে গেলেন জ্যাক চার্লটন

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম স্মরণীয় নাম জ্যাক চার্লটন। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী দলের সদস্য চলে গেলেন।

লন্ডন : ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ একবারই ঘরে তুলতে পেরেছে। সেটা ১৯৬৬ সালে। পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। আর সেই দলের অপরিহার্য সদস্য ছিলেন জ্যাক চার্লটন। যিনি ওই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ থেকে ফাইনাল, সব ম্যাচেই মাঠে নামেন। তিনি ছিলেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। সেই ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের মহাতারকা চলে গেলেন। গত শুক্রবার রাতে মারা যান তিনি।

মৃত্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে গোটা ফুটবল দুনিয়ায় শোকের ছায়া। ১৫ বছর বয়সে গ্রাউন্ড স্টাফ হিসাবে ক্লাব ফুটবলের মাঠে প্রবেশ। তারপর গ্রাউন্ড স্টাফ থেকে নিজের ফুটবল প্রতিভার জোরে তিনি চলে আসেন সামনের সারির এক জাতীয় ফুটবলারের স্তরে।


লিডস ইউনাইটেড-এর হয়েই আজীবন ক্লাব ফুটবল খেলেছেন চার্লটন। কখনও ক্লাব ছাড়েননি। ২৩ বছর ধরে টানা ফুটবল খেলেছেন। দেশের হয়ে বিশ্বকাপ ছাড়াও দীর্ঘ সময় খেলেছেন। ইংল্যান্ডের হয়ে তাঁর ৬টি গোল রয়েছে। ১৯৭৩ সালে তিনি ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button