জ্যাকি শ্রফের পপকর্ন ওষুধে কাজ হয়েছে, কথা শুনেছেন মুখ্যমন্ত্রীও
জ্যাকি শ্রফ এমন এক নাম যাঁকে বলিউড চিরকাল মনে রাখবে। তাঁর দাওয়াই যে এতটা কার্যকরী হবে তা বোধহয় আন্দাজ করতে পেরেই কথা মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
একসময় বলিউড সিনেমার দাপুটে হিরো জ্যাকি শ্রফ এখনও অভিনয় করে চলেছেন। তাঁর ছেলে টাইগার শ্রফও বলিউড অ্যাকশনধর্মী সিনেমায় এখন প্রথমসারিতে রাজত্ব করছেন। সিনেমা শিল্প নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা যে কতটা কাজে দেয় তা জ্যাকি শ্রফের একটি ওষুধ থেকেই স্পষ্ট।
জ্যাকি শ্রফ জানিয়েছেন, মানুষ এখন হল বিমুখ। কিন্তু হলে ঢুকে বিশাল এক পর্দায় অন্ধকার ওই কক্ষে বসে সিনেমা দেখার অন্যই মজা। তা আর কোনওভাবেই পাওয়া যেতে পারেনা।
কিন্তু কে না জানেন যে এখন সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের টিকিটের দাম বা সিনেমা দেখার সঙ্গে প্রায় অঙ্গাঙ্গীভাবে যুক্ত পপকর্নের দাম আকাশ ছুঁয়েছে। জ্যাকি তাই মুম্বইতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলে তাঁকে সিনেমা হলে পপকর্নের দাম কমানোর আবেদন জানান।
জ্যাকির সেই আবেদনে যে যোগী আদিত্যনাথ সাড়া দেবেন তা বুঝতে পারেননি জ্যাকি। কিন্তু জ্যাকির সেই প্রস্তাব মেনে নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সিনেমা হলে দাম কমেছে পপকর্নের।
জ্যাকির মতে, মানুষ যদি সামর্থ্যের মধ্যের দামে সিনেমা হলে কিছু খাবার কিনে খেতে পারেন তাহলে তাঁরা আরও সিনেমা হল মুখী হবেন। সিনেমা দেখার সঙ্গে টুকটাক মুখ চলাটা দরকার। তাহলে সিনেমা হলে বসে সিনেমা দেখাটা জমে যায়।
টিকিটের দামে কমতি না হলেও পপকর্নের দাম কমিয়ে কিছু মানুষকে সিনেমা হল মুখী করার জ্যাকির ওষুধ কাজও করছে বলে জানা গেছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই নয়ডায় এক ব্যক্তি সিনেমা দেখতে গিয়ে অস্বাভাবিক দামে পপকর্ন কেনেন। যা তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তা নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা