সোশ্যাল মিডিয়ায় তিনি রীতিমত অ্যাকটিভ। সবসময় আপডেট দিতে পছন্দ করেন। এবার তাঁর ফ্যানদের সঙ্গে সম্পর্কটা আরও দৃঢ় করতে নতুন পদক্ষেপ করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্রীলঙ্কান সুন্দরী মঙ্গলবার তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লাইভ হন। তারপর সেখান থেকেই উদ্বোধন করেন তাঁর ইউটিউব চ্যানেলের। ফলে এবার থেকে তাঁকে তাঁর ইউটিউব চ্যানেলে পাবেন জ্যাকলিনের অনুরাগীরা।
প্রথম জীবনে শ্রীলঙ্কার এই সুন্দরী ছিলেন মডেল। তাঁর ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে তাঁর সেই মডেল জীবনের প্রথম ব়্যাম্পে হাঁটার ছবি প্রকাশ্যে এনেছেন জ্যাকলিন। সেইসঙ্গে তাঁর ছোটবেলার ছবি, তাঁর পরিবারের সঙ্গে ছবি, তাঁর প্রথম অডিশন আর তিনি যেদিন মিস শ্রীলঙ্কা হলেন সেই সময়ের ছবি তাঁর প্রথম ভিডিওতে প্রকাশ করেছেন জ্যাকলিন।
জ্যাকলিন বলেন, তিনি ছোট থেকেই ক্যামেরা পছন্দ করেন। তাঁর সঙ্গে ক্যামেরার সম্পর্ক খুব ভাল। জ্যাকলিন বলেন ২১ বছর বয়সেই তিনি মিস ইউনিভার্স হওয়ার লড়াই করেছিলেন। কিন্তু হতে পারেননি। তারপর ক্রমে স্বপ্নকে তাড়া করতে করতে তাঁর মুম্বই আসা। তবে সেই গল্প তিনি অন্য কোনও দিন বলবেন। গত জুনেই আলিয়া ভাট তাঁর ইউটিউব চ্যানেল এনেছেন। শিল্পা শেঠী, প্রিয়াঙ্কা চোপড়ার মত অনেকের রয়েছে ইউটিউব চ্যানেল। এবার সেই দলে ঢুকে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা