বিমান ধরায় বাধা, বিমানবন্দরে আটকানো হল জ্যাকলিন ফার্নান্ডেজকে
বিমান ধরতে আসা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে বিমানবন্দরেই আটকেই দিলেন কর্তৃপক্ষ। বলিউডের প্রথমসারির অভিনেত্রী আটকে রইলেন বিমানবন্দরেই। অকারণে অবশ্য তাঁকে আটকানো হয়নি।
বিমান ধরে এ শহর থেকে ও শহর হামেশাই যাতায়াত করতে হয় ব্যস্ত অভিনেতাদের। বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও কাজে যাচ্ছিলেন দিল্লিতে। বিমান ধরতে তিনি মুম্বই বিমানবন্দরে হাজির হন।
সেখানে হাজির হতেই তাঁকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। একেবারে আইন মেনেই তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিনেত্রীকে জানায় কর্তৃপক্ষ।
বিমানবন্দরেই এরফলে আটকে থাকতে হয় জ্যাকলিনকে। দীর্ঘক্ষণ পর তিনি ছাড়া পান। অবশ্য তাঁর দিল্লি যাওয়া আটকায়নি। পরে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু কেন তাঁকে এভাবে আটকে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ?
জ্যাকলিন ফার্নান্ডেজকে কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ডেকে পাঠিয়েছিল। তাঁকে একটি বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা।
শুধু জ্যাকলিন নন, আরও ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই মামলায়। তারপরই জ্যাকলিন যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ইডি। সংবাদ সংস্থা জানাচ্ছে জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়। যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন।
এদিন মুম্বই বিমানবন্দরে জ্যাকলিন নামতেই তাঁকে আটকে দেওয়া হয় ওই সার্কুলারের ভিত্তিতেই বলে জানা যাচ্ছে। পরে যখন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে তিনি দেশ ছাড়ছেন না, যাচ্ছেন দিল্লি, তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়। জ্যাকলিন বিমান ধরতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা