Entertainment

জ্যাকলিন ফার্নান্ডেজের সামনে বসতেই অনেক কথা বেমালুম ভুলে গেল চন্দ্রশেখর

আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে মুখোমুখি বসাতেই চন্দ্রশেখর অনেক কিছু ভুলে গেল। যদিও তার উত্তর জ্যাকলিন দিয়ে দিতে পেরেছেন।

২০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে ইডি। যাতে ঠগ হিসাবে পরিচিত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের যোগাযোগের সূত্র পেয়েছে ইডি। পেয়েছে বেশ কিছু লেনদেনের ইঙ্গিতও।

এই ঘটনার সূত্রপাত গতবছর। তখনই ইডি একবার চন্দ্রশেখর ও জ্যাকলিনকে একসঙ্গে প্রশ্ন করে। সেখানে জ্যাকলিন বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেও চন্দ্রশেখর অনেক ক্ষেত্রেই জানায় তার মনে পড়ছে না। যদিও যে বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল তা খুব পুরনো কথা ছিলনা।


সংবাদ সংস্থা জানাচ্ছে, চন্দ্রশেখর নিজেকে শেখর বলে পরিচয় দিয়ে জ্যাকলিনের সঙ্গে আলাপ করে। জানায় সে সান টিভি-র মালিক এবং তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভাগ্নে।

জ্যাকলিন জানান চন্দ্রশেখরের সঙ্গে তাঁর প্রথম কথা হয় ২০২১ সালের জানুয়ারিতে। কিন্তু চন্দ্রশেখরের দাবি কথা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে।


চন্দ্রশেখরকে প্রশ্ন করা হয়েছিল সে জ্যাকলিনের বোনকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিল কিনা। চন্দ্রশেখর অনেক ভেবেও ঠিক কি করেছিল তা মনে করতে পারেনি। বাহরাইনে জ্যাকলিনের পরিবারের জন্য সে কোনও গাড়ি দিয়েছিল কিনা সে প্রশ্নের উত্তরেও কিছুই মনে করতে পারেনি চন্দ্রশেখর।

এরপর ইডির প্রশ্ন ছিল জ্যাকলিনের বোন জেরালডিন ফার্নান্ডেজকে মার্কিন মুলুকে চন্দ্রশেখর টাকা পাঠায় কিনা। কিন্তু সে কথাও কিছুই মনে পড়েনি তার। যদিও জ্যাকলিন স্বীকার করে নেন চন্দ্রশেখর দেড় লক্ষ ডলার পাঠায়।

অস্ট্রেলিয়ায় জ্যাকলিনের ভাইয়ের অ্যাকাউন্টে চন্দ্রশেখর কোনও টাকা পাঠিয়েছিল কিনা, এবারও সব ভুলে গেছে বলে জানায় চন্দ্রশেখর। যদিও জ্যাকলিন স্বীকার করেন চন্দ্রশেখর তাঁর ভাইয়ের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠায়।

চন্দ্রশেখর কি জ্যাকলিনকে কখনও দামি উপহার দিয়েছিল? সেসব কথাও কিছুই মনে পড়েনি চন্দ্রশেখরের। জ্যাকলিন কিন্তু স্বীকার করেছেন তাঁকে চন্দ্রশেখর বিভিন্ন সময়ে কখনও হিরের ব্রেসলেট, কখনও দামি সংস্থার ব্যাগ, জুতো, পোশাক বা সেন্ট উপহার দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button