যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য, সামনে মাত্র ৩
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে ফের একটা বড় সাফল্যের পালক যুক্ত হল। যা তাদের পঠনপাঠনের উৎকর্ষতাকে আরও একবার দেশের সামনে তুলে ধরল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেনা। তবে তা কেন সেটা ফের একবার প্রমাণ হল। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আর সেই তালিকায় দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। যা জেএনইউ নামেই বেশি পরিচিত। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। আর তারপরই চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কোয়েম্বাটুরের অমৃত বিশ্ব রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই তালিকার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই জায়গা হয়েছে।
দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তকমা পেয়েছে আইআইটি মাদ্রাজ। ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বম্বে। চতুর্থ স্থানে রয়েছে আইআইটি কানপুর। পঞ্চম স্থানে ফের জায়গা হয়েছে এ রাজ্যের আইআইটি খড়গপুরের।
এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মিরান্ডা হাউস দেশের সেরা কলেজের স্বীকৃতি পেয়েছে। তালিকায় সেরা কলেজের দ্বিতীয় স্থানটাও গেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা হিন্দু কলেজের ঝুলিতে। তৃতীয় হয়েছে চেন্নাই প্রেসিডেন্সি কলেজ।
চেন্নাইয়েরই লয়লা কলেজ রয়েছে চতুর্থ স্থানে। সেরা কলেজের তালিকায় প্রথম পাঁচে কিন্তু এ রাজ্যের কোনও কলেজ জায়গা পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা