যাদবপুরে প্রবেশিকা পরীক্ষার পরীক্ষা নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই। এক্ষেত্রে বাইরের কোনও সংস্থা যুক্ত থাকবেনা। বহিরাগত কাউকে দিয়ে পরীক্ষাও নেওয়া হবে না। তবে কে প্রশ্ন সেট করছেন বা কারা তা পরীক্ষা করছেন তা গোপনই থাকবে। বুধবার অ্যাডমিশন কমিটির বৈঠকের পর এমনই জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
যাদবপুরের প্রবেশিকা ঘিরে অচলাবস্থা গত মঙ্গলবার কিছুটা মিটেছে। ছন্দে ফিরছে পঠনপাঠন। কলা বিভাগের ৬টি বিভাগে প্রবেশিকা ও বোর্ডের প্রাপ্ত নম্বর সমান গুরুত্ব সহকারে বিবেচনা করেই একজন ছাত্র বা ছাত্রীকে সেখানে ভর্তি করা হবে, এটাও স্থির হয়েছে। এই অবস্থায় এখন প্রশ্ন ছিল এই যে প্রবেশিকা গ্রহণ করা হবে তা কী বাইরে থেকে কেউ এসে নেবেন? এদিন সেই বিষয়টিও পরিস্কার করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।