সর্বসাধারণের জন্য খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা
খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। আগেই দিনক্ষণ অবশ্য জানানো হয়েছিল। কবে মন্দির খুলবে তাও জানানো হয়েছিল। সেইমত এদিন সকালে খুলে যায় মন্দির।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল সাধারণ মানুষ ও ভক্তদের জন্য। কেবল সেবায়েতরা নিত্য সেবার জন্য মন্দিরে প্রবেশ করছিলেন।
সেভাবেই সেবায়েত ও মন্দির কর্তৃপক্ষের উপস্থিতিতে পালিত হয় রথযাত্রা। তখনও সাধারণ মানুষ দর্শনের অধিকার পাননি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। সোমবার সকালে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা।
সাধারণ মানুষ থেকে ভক্তরা সকাল ৭টা থেকে মন্দিরে প্রবেশ করেন। যদিও গত এক সপ্তাহে মন্দিরে কেবল পুরী পুরসভায় বসবাসকারীরা প্রবেশ করতে পারছিলেন। সেদিক থেকে আগেই সাধারণের জন্য খুলেছে দরজা।
তবে যে কোনও প্রান্তের মানুষের জন্য এদিন থেকেই খুলল দরজা। ভারতের যে কোনও প্রান্ত থেকে ভক্তরা সোমবার থেকে মন্দিরের প্রবেশের অধিকার পেলেন।
তবে মন্দির খোলা থাকবে সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনিবার ও রবিবার মন্দির বন্ধই থাকবে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে একগুচ্ছ নিয়ম মেনে ঢুকতে পারবেন ভক্তরা।
মন্দিরের দরজা খুলে গেলেও থাকছে একগুচ্ছ শর্ত। মন্দিরে প্রবেশ করতে গেলে মুখে মাস্ক থাকতে হবে। সঙ্গে থাকতে হবে সচিত্র পরিচয়পত্র।
সেইসঙ্গে করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ গ্রহণের সার্টিফিকেট অথবা ৯৬ ঘণ্টার মধ্যে করা করোনার আরটি-পিসিআর রিপোর্ট থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ হতে হবে। পলিথিন ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দির সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে।
গত ২৪ এপ্রিল বন্ধ হয়েছিল পুরীর মন্দিরের দরজা। তারপর তা খোলে গত ১২ অগাস্ট। তবে কেবলমাত্র সেবায়েতদের পরিবারের লোকজনই প্রবেশ করতে পারছিলেন মন্দিরে।
গত ১৬ অগাস্ট থেকে মন্দিরে প্রবেশের সুযোগ পান পুরী পুরসভার বাসিন্দারা। অবশেষে ২৩ অগাস্ট থেকে পুরীর মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা