২টি অন্যতম প্রধান দিনেই ভক্তদের জন্য বন্ধ জগন্নাথ মন্দির
পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকছে ২ দিন। ২টি দিনই বছরের ২টি বিশেষ দিন। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।
পুরীর মন্দিরে মানুষের ঢল থাকে প্রতিদিনই। আর উৎসবের দিনগুলোয় সেই ভিড় আরও বাড়ে। এখন করোনা আবহে পুরীর মন্দির খুললেও ভক্তদের জন্য রয়েছে একগুচ্ছ নিয়মবিধি। সেগুলি পূরণ হলে তবেই মিলছে মন্দিরে প্রবেশের অনুমতি।
এই পরিস্থিতিতে মন্দিরে অতিরিক্ত ভিড় এড়ানো মন্দির কর্তৃপক্ষের লক্ষ্য। আর সেই লক্ষ্যের কথা মাথায় রেখে যাতে করোনা মোকাবিলা ঠিক করে করা সম্ভব হয় সেজন্য ২ দিন মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
দশেরা বা বিজয়াদশমীর দিন ভক্তদের জন্য বন্ধ রাখা হচ্ছে মন্দিরের দরজা। দশেরার পর দিওয়ালীর দিনও বন্ধ রাখা হচ্ছে মন্দিরে ভক্ত প্রবেশ। ফলে ওই ২ বিশেষ দিনেই জগন্নাথ দর্শন ভক্তদের জন্য সম্ভব হচ্ছেনা এ বছর। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়াও ১৫ নভেম্বর বড় একাদশী ও ১৯ নভেম্বর কার্তিক পূর্ণিমায় মন্দিরের দরজা দুপুর ১২টার পর ভক্তদের জন্য বন্ধ হয়ে যাবে। তবে ভক্তদের আশ্বস্ত করে নয়া নির্দেশিকায় মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ২০ অক্টোবর কুমার পূর্ণিমায় মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা রাখা হবে।
এমনিতেই প্রতি রবিবার মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। করোনা রুখতে প্রতি সপ্তাহে ওইদিন বন্ধ থাকে দরজা। ওইদিন মন্দির স্যানিটাইজ করার কাজ হয়। মন্দির যেদিন খোলা থাকে সেদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা