Kolkata

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর

রাজ্যের নতুন রাজ্যপাল যে জগদীপ ধনকর হতে চলেছেন তা অনেকেরই জানা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর নাম পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে ঘোষণা করেছিল আগেই। গত সোমবার রাজ্যে আসেন তিনি। তাঁকে বিমানবন্দরেই রাজ্যের তরফে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জগদীপ ধনকর। প্রথা মেনে রাজভবনে হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান।

শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। নিয়ম মেনে জগদীপ ধনকরকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণণ। ফলে এদিন থেকে তিনিই হলেন পশ্চিমবঙ্গের ১৯ তম রাজ্যপাল। এদিন শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন নতুন রাজ্যপাল।


জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। প্রত্যক্ষ রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংসদ ছিলেন জগদীপ ধনকর। এদিন শপথগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই রাজভবনে ছিল সাজসাজ রব। এদিন শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন জগদীপ ধনকর।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button