রাজ্যের বাজেট অধিবেশনের সূত্রপাত হয় রাজ্যপালের ভাষণ দিয়ে। এটাই রীতি। সেইমত বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকর ভাষণও দেন। তিনি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণই হুবহু পাঠ করেন। কিন্তু সেই ভাষণ সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি। কিন্তু সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট পেশ সরাসরি দেখানোর অনুমতি দেওয়া হয়। আর এতেই ক্ষুব্ধ রাজ্যপাল। তিনি পরপর ট্যুইট করে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন।
রাজ্যপাল লিখেছেন, ১৭৬ ধারা অনুযায়ী রাজ্যপালের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হল না। এটা কী সেন্সরশিপ নয়? সাংবিধানিক প্রধানের প্রতি অসম্মান নয়? অথচ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হল। তিনি লেখেন তাঁর দৃঢ় বিশ্বাস এটা নিয়ে মানুষ ও মিডিয়া চুপ করে থাকবেনা। পুরো বিষয়টি মানুষের বিচারের ওপরই ছেড়ে দিয়েছেন রাজ্যপাল।
রাজ্যপাল এই ট্যুইট করেন বাজেট পেশ চলাকালীন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটি সামনে আসে। রাজ্যপাল এমন অভিযোগ করেছেন। এতে মুখ্যমন্ত্রী কী বলবেন তা জানতে চান সাংবাদিকরা। উত্তরটি অবশ্য সুকৌশলে এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও সংঘাতের পথ এড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ নিয়ে তাঁর কিছু বলার নেই। এ বিষয়ে কিছু জিজ্ঞাসার থাকলে স্পিকারকে জিজ্ঞাসা করুন সাংবাদিকরা।