National

পশ্চিমবঙ্গে কী হচ্ছে তা অমিত শাহর সঙ্গে দেখা করে জানালেন রাজ্যপাল

গত বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসেন জগদীপ ধনকর। তার কিছুদিনের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ছাড়াতে যাওয়া দিয়ে শুরু হয় তাঁর সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব। এরপর বারবার রাজ্যপাল ও রাজ্য সরকার সংঘাত খবরের শিরোনামে জায়গা পেয়েছে। এমন করেই কেটে গেছে ৭ মাস। গত ৭ মাসে রাজ্যের হাল কী, রাজ্য সরকার কেমন কাজ করছে সবকিছুই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে এলেন রাজ্যপাল।

রাজ্যপাল জানান, তিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেইমত শুক্রবার তাঁর সঙ্গে দেখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরেই কথা হয় ২ জনের। সেখানেই তিনি রাজ্যের পরিস্থিতি অমিত শাহকে জানান। এছাড়াও তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানান রাজ্যপাল।


রাজ্যপাল জগদীপ ধনকর এও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে যথেষ্ট জটিল ও উদ্বেগজনক বিষয় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই পুরভোট নিয়ে পারদ চড়ছে। পুরভোটের দিনক্ষণ যে কোনও সময় ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যপালের দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কথাবার্তা শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button