জাকার্তায় এখন সাজোসাজো রব। আর ক্ষণিকের অপেক্ষা। তারপরই ঝলমলে অনুষ্ঠানে উজ্জ্বল হয়ে উঠবে জাকার্তার গেলোরা বাং কারনো মেন স্টেডিয়াম। এখানেই শনিবার ১৮ তম এশিয়ান গেমসের ওপেনিং সেরেমনি। শনিবার কেবল উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। কোনও প্রতিযোগিতা থাকছেনা। খেলা শুরু হবে রবিবার থেকে। ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। নানা রঙবেরঙের অনুষ্ঠানের পর প্রথা মেনেই হবে প্রতিটি দেশের জাতীয় পতাকা হাতে প্রতিযোগীদের প্যারেড।
এবারই প্রথম এশিয়ান গেমসের খেলা হবে ২টি শহর মিলিয়ে। ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং। এই ২ শহরে আগামী ১৫ দিন ধরে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। সোনা, রুপো ও ব্রোঞ্জের লড়াই। এশিয়ান রেকর্ড ভাঙার লড়াই। প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পদক জিতে নেওয়ার লড়াই। দেশকে পদক এনে দেওয়ার গৌরব অর্জনের লড়াই। যে লড়াই চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
১৮ তম এশিয়ান গেমসে ভারত সহ মোট ৪৫টি দেশ অংশ নিচ্ছে। ৪০টি খেলায় লড়াই হবে পদক জয়ের জন্য। ৪০টি খেলা হলেও তার বিভিন্ন ভাগ ধরে মোট ইভেন্ট থাকছে ৪৫০টি। এছাড়াও ২টি খেলা এবার দেখা যাবে। তবে এই ২ খেলাকে প্রদর্শনী খেলা হিসাবেই নেওয়া হচ্ছে এবার। কোনও পদক এই খেলায় থাকছে না। খেলা ২টি হল ইস্পোর্টস ও ক্যানোই পোলো। ২০২২ সালে থেকে হয়তো এগুলি মূল খেলার তালিকায় জায়গা পেতে পারে। তবে তা এখনও নিশ্চিত নয়।