এশিয়ান গেমসে পঞ্চম দিনটা মোটেও ভাল যায়নি ভারতের। একে তো গোটা দিনে একটা সোনা আসেনি। তার ওপর সেমিফাইনালে ইরানের কাছে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয় ভারতের পুরুষ দলকে। ২৭-১৮ পয়েন্টের ব্যবধানে লজ্জার হার হারতে হয় তাঁদের। ১৯৯০ সালে প্রথমবার এশিয়ান গেমসে কাবাডি জায়গা পায়। সেবার থেকে ২০১৪ পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের কাবাডিতে সোনা ছিল পাকা। সেই একাধিপত্যে এবার থাবা বসিয়ে দিল ইরান। সেমিফাইনালে হারিয়ে দিয়ে ভারতকে ব্রোঞ্জেই আটকে দেয় তারা।
সেই ইরানই ষষ্ঠ দিনে ভারতীয় মহিলা কাবাডি দলকেও পরাজিত করল। ফাইনালে ইরানের কাছে হেরে ভারতীয় মহিলারাও সোনা হাতছাড়া করেন। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ফলে এবার এশিয়ান গেমস থেকে কাবাডিতে একটাও সোনা ঘরে তুলতে পারলনা ভারত। সেই ভারত যাদের কাবাডির জনক বলে ধরা হয়।