জ্যাভলিন থ্রো থেকে সোনা এল ভারতের ঘরে। এনে দিলেন নীরজ চোপড়া। যাঁকে ঘিরে প্রত্যাশার পারদ একদিন আগে থেকেই চড়তে শুরু করেছিল। নীরজই প্রথম ভারতীয় যিনি কোনও এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রো থেকে ভারতের জন্য সোনা এনে দিলেন। ৮৮.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে জাকার্তায় সেরার শিরোপা পান তিনি। এই দূরত্ব অতিক্রম করে তিনি একই সঙ্গে নতুন জাতীয় রেকর্ডও গড়লেন।
অ্যাথলেটিক্স থেকে ভারত বড় একটা পদক আনতে পারেনা। সে এশিয়ান গেমস হোক বা অলিম্পিক্স। কিন্তু এবার ছবিটা অন্য। এবার যেসব খেলায় ভারত তেমন কিছু করতে পারত না, সেসব খেলাতেই পদক এনে দেখাচ্ছে। গত রবিবার ঘোড়ার কসরতে রুপো আনা বা রোয়িং থেকে সোনা আনার পর এবার জ্যাভলিন থ্রো থেকে সোনা এনে নীরজ চোপড়া আবার ভারতীয়দের হতবাক ও গর্বিত করলেন।