ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তে পাপুয়ান পাখি ভিন ভিন-এর দেখা পাওয়া যায়। একে বলা হয় বার্ড অফ প্যারাডাইস বা স্বর্গের পাখি। এবার আসা যাক আতুং-এর কথায়। আতুং হল বাওয়ান হরিণ। ইন্দোনেশিয়ার বাওয়ান এলাকায় এদের দেখা মেলে বলে এদের বাওয়ান হরিণ বলে। আর কাকা? কাকা হল জাভার গণ্ডার। একশৃঙ্গ গণ্ডার। কিন্তু প্রশ্ন হল এত জীবজন্তু থাকতে এই ৩ পশুপাখি নিয়ে লেখা হল কেন? কেন জানেন? কারণ এরাই হল ১৮ তম এশিয়ান গেমসের ম্যাসকট। ভিন ভিন-আতুং-কাকা। এই ৩ নামেই ম্যাসকটে এদের পরিচিতি। সাধারণত একটি বা ২টি জন্তুকে ম্যাসকটে দেখা যায়। এবার ইন্দোনেশিয়ার একেবারে নিজস্ব আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরতে এই ৩টি পশুপাখিকে ম্যাসকটে জায়গা দেওয়া হয়েছে। বেজায় জনপ্রিয়ও হয়েছে ম্যাসকটেরা। ম্যাসকটদের গায়ে জায়গা পেয়েছে ইন্দোনেশিয়ার নিজস্ব পোশাকও।
ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসকে কেন্দ্র এখন বিভিন্ন দেশের মানুষের ভিড়। আর সেখানেই এই ম্যাসকটরা দাপিয়ে বেড়াচ্ছে। কেউ এমন সেজে ঘুরছেন। কোথাও বিক্রি হচ্ছে ম্যাসকটের টেডি। ম্যাসকট জায়গা পাচ্ছে সাজানোর জিনিসে। কফি কাপে। খাবার ডিশে। মোটকথা ইন্দোনেশিয়া জুড়ে ভিন ভিন-আতুং-কাকা এখন মোস্ট পপুলার চরিত্র।