অ্যাথলেটিক্সে ফের ভারতের কামাল দেখল এশিয়া। পুরুষদের ট্রিপল জাম্পে দেশকে সোনা এনে দিলেন অর্পিন্দর সিং। তাঁর অসামান্য কৃতিত্বে ভর করে ভারতের সোনার পদক জয়ের তালিকা দীর্ঘ হল। সোনার হিসেব ঢুকে পড়ল ২ অঙ্কের ঘরে। এদিন ১৬ দশমিক ৭৭ মিটারের একটা স্বপ্নের লম্বা লাফ তাঁর সোনা জয় নিশ্চিত করে দেয়। এদিন অর্পিন্দরের প্রথম জাম্পই বাতিল হয়ে যায়। পরের ৫টি জাম্প তাই সন্তর্পণে নিতে হয় তাঁকে। তৃতীয় জাম্পে দূরত্ব অতিক্রম করেন ১৬ দশমিক ৭৭ মিটার। আর তাতেই কেল্লাফতে!
এশিয়ান গেমসে ১৯৭০ সালে শেষবার এই ইভেন্ট থেকে পদক এনেছিল ভারত। তারপর ৪৮ বছরে ট্রিপল জাম্প থেকে খালি হাতেই ফিরেছেন ভারতীয় অ্যাথলিটরা। এবার কিন্তু তা হলনা। ৪৮ বছরের শাপমুক্তি হল বুধবার। একেবারে সোনার ছোঁয়ায় শাপমোচন। ট্রিপল জাম্পে সোনা এনে দিয়ে ভারতকে দশম স্বর্ণপদকটা পাইয়ে দিলেন অর্পিন্দর সিং।