পুরুষদের ৮০০ মিটার দৌড়ে ভারতেরই মনজিত সিংয়ের সঙ্গে এঁটে উঠতে পারেননি তিনি। ফলে সোনা পান মনজিত। রুপো পান তিনি। কিন্তু যতই দেশ সোনা পাক নিজে হাতে করে সোনা এনে দেওয়ার আনন্দই আলাদা। নিজে সোনা জয়ের সুখও অন্য। এশিয়ান গেমসের দ্বাদশ দিনে সেটাই তারিয়ে উপভোগ করলেন জিনসন জনসন। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতলেন তিনি। সেইসঙ্গে ভারতের ঝুলিতে তুলে দিলেন দ্বাদশ সোনা। আর সেইসঙ্গে ফের একবার অ্যাথলেটিক্সে কামাল দেখাল ভারত।
এদিন পুরুষদের ১৫০০ মিটার দৌড় থেকে সোনা এলেও মহিলাদের ১৫০০ মিটার দৌড় থেকে সোনা আসেনি। তবে শূন্য হাতেও ফেরেননি ভারতীয় প্রতিযোগী পি ইউ চিত্রা। ব্রোঞ্জ পান তিনি। এদিন মহিলাদের ডিসকাস থেকেও পদক এনে দিয়েছেন ভারতীয় প্রতিযোগী সীমা পুনিয়া। তিনিও ব্রোঞ্জ জেতেন।