২০১৬ সালে অলিম্পিকে সোনা জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। উজবেকিস্তানের মুষ্ঠিযোদ্ধা সেই হাসানবয় দুসমাতভের এদিন মুখোমুখি হন ভারতের অমিত পাঙ্ঘাল। এশিয়ান গেমসের পুরুষদের ৪৯ কেজি বক্সিং বিভাগে ফাইনালে বিশ্বজয়ী প্রতিদ্বন্দ্বীর সামনে পড়লেও সোনা জয়ের স্বপ্নে তখন বিভোর অমিত। এটাই সুযোগ। দুসমাতভের মত খেলোয়াড়কে হারিয়ে দেশকে সোনা এনে দেওয়ার। শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। যে রুদ্ধশ্বাস লড়াই দেখতে চোখের পলক ফেলতে পারেননি অনেকে।
লড়াইয়ে অবশেষে ৩-২ ব্যবধানে দুসমাতভকে হারিয়ে শেষ হাসি হাসেন ভারতের অমিত পাঙ্ঘাল। জিতে নেন সোনা। বক্সিংয়ে এশিয়ার অন্যতম শক্তি হয়েও এখনও বক্সিংয়ের কোনও বিভাগেই তেমন কিছু করতে পারছিল না ভারত। কেবল একটি মাত্র ব্রোঞ্জ এসেছে কোনওক্রমে। তবে কী হকি বা কাবাডির মত বক্সিংও হতাশ করবে? এ প্রশ্ন উঠছিল। অবশেষে সেই বক্সিং থেকে খরা কাটিয়ে সোনা এনে দিলেন অমিত। ভারতের তালিকায় যোগ হল ১৪ তম সোনা। চতুর্দশ দিনে চতুর্দশ সোনা জয় করল ভারত।