সেমিফাইনালে যথেষ্ট সুযোগ পেয়েও স্নায়ুর যুদ্ধে কার্যত মালয়েশিয়ার কাছে হেরে সোনা বা রুপোর সুযোগ হাতছাড়া হয়েছিল ভারতের পুরুষ হকি দলের। পড়েছিল ব্রোঞ্জ জয়ের একটা সুযোগ। প্রতিপক্ষ আবার ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এদিন সেই পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত।
ভারত-পাকিস্তান মুখোমুখি পড়লে সে ক্রিকেট হোক বা অন্য খেলা, ২ দেশ মুখিয়ে থাকে একে অপরকে হারাতে। এখানে কেবল সেই ম্যাচটা জেতা নয়, যে জিতবে সে জেতে আরও যেন একটু বেশিকিছু। সেই প্রতিদ্বন্দ্বিতায় অবশেষে শেষ হাসি হাসল ভারত। ব্রোঞ্জে খুশি হয়েই ফিরতে হল এবারের এশিয়ান গেমসে পুরুষ হকিতে সবচেয়ে ফেভারিট ভারতকে। তবে ওই একটাই পাওনা, পাকিস্তানকে হারাতে সক্ষম হল তারা।