তৃতীয় দিনে এশিয়ান গেমস থেকে ফের সোনা এল ভারতের ঘরে। এবার সোনা এনে দিলেন ভারতের ১৬ বছরের বিস্ময় প্রতিভা সৌরভ চৌধুরি। জিতু রাইয়ের মত ভারতের অন্যতম সেরা শ্যুটারকে সরিয়ে তাঁকে জায়গা দিয়েছিলেন নির্বাচকরা। কেবল ওই ১৬ বছরের ছেলের প্রতিভাকে মাথায় রেখে। জিতু রাইয়ের মত ক্রীড়া ব্যক্তিত্বকে এশিয়ান গেমস থেকে ছিটকে দিয়ে জায়গা করে নেওয়া সৌরভ সকলকে বুঝিয়ে দিলেন কেন তিনি জায়গা পেয়েছিলেন। ১০ মিটার এয়ার পিস্তলে এদিন সোনা জিতে শুধু দেশকে নয়, গোটা এশিয়াকে চমকে দিয়েছেন সৌরভ। চিনের একাধিপত্যে থাবা বসিয়ে দিয়েছেন এই কিশোর।
এদিন প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন সৌরভ। বোঝা যাচ্ছিল এদিন সোনা জিততেই মাঠে নেমেছেন তিনি। এগিয়ে থাকার সেই ধারাবাহিকতা ধরে রেখেই নিজেকে সেরা প্রমাণ করেন সৌরভ। জিতে নেন সোনা। এদিকে এই ইভেন্টে সৌরভের সাফল্যে কিছুটা হলেও চাপা পড়ে যাওয়া ভারতের আর এক প্রতিদ্বন্দ্বী অভিষেক ভার্মা জিতে নেন ব্রোঞ্জ। একই সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও ব্রোঞ্জ জেতে ভারত। রুপো পান জাপানের খেলোয়াড়।