জালিয়ানওয়ালাবাগে প্রায় পোশাকহীন ২ নারীর ছবি, তুঙ্গে বিতর্ক
পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের ফোটো গ্যালারিতে প্রায় পোশাকহীন ২ নারীর ছবি নিয়ে চরমে উঠল বিতর্ক।
অমৃতসর : চিঠি গেছে সোজা প্রধানমন্ত্রীর কাছে। প্রেরক ‘আন্তর্জাতিক সর্ব কম্বোজ সমাজ’। চিঠিতে তারা লিখেছে জালিয়ানওয়ালাবাগ কোনও তীর্থস্থানের চেয়ে কম নয়। সেখানে ফোটো গ্যালারিতে জায়গা পেয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। শিখ ধর্মগুরুদের ছবি। তার মাঝে প্রায় পোশাকহীন ২ নারীর ছবিকে কেন জায়গা দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে জালিয়ানওয়ালাবাগে চলছে ব্যাপক সংস্কারের কাজ। যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। সংস্কারের সময় ফোটো গ্যালারিও ঢেলে সাজানো হয়েছে। সেখানে জায়গা পেয়েছে ২ নারীর ছবি। যা সাধারণত অজন্তা বা ইলোরায় দেখা যায়। তেমনই নৃত্যরত ভঙ্গিতে ২ নারীর ছবিতে সনাতনি শিল্পকলার ছাপ স্পষ্ট হলেও স্বাভাবিকভাবেই পোশাক অত্যন্ত কম। যা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে।
‘আন্তর্জাতিক সর্ব কম্বোজ সমাজ’-এর পক্ষ থেকে শুধু প্রধানমন্ত্রীই নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও চিঠি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে এভাবে ২ প্রায় পোশাকহীন নারীর ছবি দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে। বিষয়টি জালিয়ানওয়ালাবাগ ট্রাস্টের তরফে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা