
প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা জলপাইগুড়ির মালবাজারের। একটানা বৃষ্টিতে এখানকার অধিকাংশ এলাকাই জলের তলায় চলে গেছে। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিতে অবস্থা আরও শোচনীয় আকার নিয়েছে। পরিস্থিতিকে আরও জটিল আকার দিচ্ছে তিস্তা ব্যারেজ থেকে ছাড়া জল। ইতিমধ্যেই মালবাজারের প্রায় দেড় হাজার বাড়ি জলের তলায় চলে গেছে। অবস্থা এতটা জটিল হয়ে উঠছে যে প্রয়োজনে উদ্ধারকাজে সেনার সাহায্য নেওয়ার কথা ভেবে দেখছে স্থানীয় প্রশাসন। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টিতে ময়নাগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু মানুষ গৃহহীন। এদিকে সিকিমের সঙ্গে সংযোগকারী রাস্তায় ধস নেমে মাঝেমধ্যেই স্তব্ধ হয়ে যাচ্ছে যানচলাচল।