টাইটানিকে রোজের স্কেচ যিনি এঁকেছিলেন তাঁর হাতই সিনেমায় দেখা গিয়েছিল
টাইটানিক সিনেমার মনে রাখার মত একটি দৃশ্য ছিল নায়িকা রোজের একটি স্কেচ আঁকার মুহুর্ত। সেই স্কেচ যিনি করেছিলেন তাঁরই হাত সিনেমায় দেখা গিয়েছিল।
বিংশ শতাব্দীর কালজয়ী সিনেমার তালিকায় রয়েছে টাইটানিক। এই হলিউড সিনেমা মুক্তি পায় ১৯৯৭ সালে। সিনেমাটি তৈরি হয়েছিল ১৯১২ সালে প্রথম সফরেই ডুবে যাওয়া বিখ্যাত প্রমোদতরী টাইটানিককে নিয়ে। যে সিনেমার নায়ক ছিল জ্যাক আর নায়িকা রোজ।
সেই সিনেমায় একটি একান্ত মুহুর্তে কেট উইন্সলেট অর্থাৎ রোজ আসেন নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও অর্থাৎ জ্যাক-এর কাছে।
জ্যাকের সামনে পৌঁছে পোশাক খুলে ফেলে রোজ। তারপর একটি সোফায় মাথার পিছনে হাত রেখে গলায় বহুমূল্য লকেট পরে তার একটি ছবি স্কেচ করে দিতে বলে।
জ্যাক রোজের সেই পোশাকহীন দেহে বিশেষ ভঙ্গিমায় তাকিয়ে থাকার ছবিটি স্কেচ করতে শুরু করে। যা দর্শকদের মুগ্ধ করে দিয়েছিল।
এই দৃশ্যে জ্যাকের অঙ্কনরত হাতটা দেখা যায় স্কেচ করতে। সিনেমায় জ্যাক আঁকছে বলে দেখানো হলেও আসলে ওই স্কেচ করা হাতটি ছিল সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের।
টাইটানিক সিনেমায় জ্যাককে একজন খুব দক্ষ স্কেচ শিল্পী হিসাবে দেখানো হয়েছে। রোজের সেই বিখ্যাত স্কেচটি ছাড়াও তাকে অনেকগুলি স্কেচ করতে দেখা যায়। সিনেমায় প্রতিটি স্কেচই করেছিলেন জেমস ক্যামেরন নিজে।
তিনি যে একজন সফল পরিচালকের পাশাপাশি একজন দক্ষ স্কেচ শিল্পীও তা কিন্তু অনেকেরই সে সময় জানা ছিলনা। কারণ টাইটানিক সিনেমায় যে স্কেচগুলি দেখানো হয় তার প্রতিটিতেই ছিল তুখোড় হাতের ছোঁয়া।