টাইটানিক সিনেমার এক অজানা কথা এতদিন পর জানালেন পরিচালক
গত শতাব্দীর সবচেয়ে সফল সিনেমার তকমা পেয়েছে টাইটানিক। সেই সিনেমার এক গোপন কথা এতদিন পর খোলসা করলেন পরিচালক জেমস ক্যামেরন।
টাইটানিক এমন এক সিনেমা যা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এর পিছনে অনেক গবেষণা রয়েছে। মূলত জ্যাক এবং রোজের প্রেম কাহিনিকে সামনে রেখে এগিয়েছে টাইটানিকের কাহিনি। অবশেষে বিশ্বের অন্যতম দুর্ভাগ্যজনক ঘটনা হিসাবে পরিচিত প্রমোদতরী টাইটানিকের ডুবে যাওয়া নিখুঁতভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
সিনেমার পরিচালক জেমস ক্যামেরন জানান, তিনি যখন টাইটানিক বানাচ্ছিলেন তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল খরচ। টাইটানিক জাহাজ তৈরি এবং যাবতীয় খুঁটিনাটিতে নজর রাখতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হচ্ছিল। যা প্রথমে ভাবাই যায়নি।
সবকিছু নিখুঁত করতে গিয়ে এত বেশি খরচ হচ্ছিল যে তা এক সময় চিন্তার কারণ হয়ে যায়। কিন্তু সিনেমাকে নিখুঁত করতে এই সেট তৈরিতে কোনও আপোষ করতে চাননি পরিচালক। তাহলে উপায়। কোথাও তো খরচে লাগাম দিতে হবে!
জেমস ক্যামেরন লস অ্যাঞ্জেলস টাইমস-কে একটি সাক্ষাৎকারে এতদিন পর জানিয়েছেন, সে সময় খরচে লাগাম দিতে কাটছাঁট করা হয় পার্শ্ব অভিনেতাদের ক্ষেত্রে। যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি লোক নেওয়া হয়নি। কম লোকে কাজ করার চেষ্টা করা হয়েছে। তাতে খরচও বেঁচেছে।
এক্সট্রা বলে সিনেমায় যেসব মানুষের প্রয়োজন পড়ে তাতে যথেষ্ট কাটছাঁট করা হয়। কেবল ৫ ফুট ৮ ইঞ্চির নিচের কিছু মানুষকে এই এক্সট্রা হিসাবে নেওয়া হয়েছিল এই সিনেমায়। যাতে কিছু অর্থ বাঁচে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা