
দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। বৃহস্পতিবার সকাল থেকেই মথুরা, বৃন্দাবনে অগণিত ভক্তের ঢল নামে। কংসের কারাগার থেকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাভূমিতে মহা সমারোহে পালিত হয় জন্মাষ্টমী তিথি। রাধাকৃষ্ণের রাসলীলা ক্ষেত্র বৃন্দাবনের নিধুবনে এদিন সকাল থেকেই বহু দর্শনার্থী ভিড় জমান। মথুরা, বৃন্দাবনে যখন অগণিত ভক্তের ঢল নেমেছে তখন মহারাষ্ট্রের পাড়ায় পাড়ায় দহি হাণ্ডির খেলায় মেতেছেন মানুষজন। মানব পিরামিডের ওপর চড়ে উঁচু দড়িতে বাঁধা প্রতীকী ননীর হাঁড়ির নাগাল পাওয়ার এই খেলা ঘিরে মানুষের মধ্যে উৎসাহের খামতি ছিলনা। এবার যদিও সর্বাধিক কতটা উঁচুতে দড়ি বাঁধা যাবে তা ঠিক করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বেঁধে দেওয়া হয়েছে এই খেলায় অংশ নেওয়ার ন্যুনতম বয়ঃসীমাও। সারা দেশেই এদিন শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হয়েছে নিজের নিজের মত করে। কলকাতাতেও বিভিন্ন জায়গায় জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়। অনেক জায়গায় শ্রীকৃষ্ণের জন্মের কাহিনি অভিনয়ের মাধ্যমে তুলে ধরে কচিকাঁচারা। মায়াপুরেও জন্মাষ্টমী পালিত হয়েছে মহা ধুমধামে। এদিন দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।