শারীরিক প্রতিবন্ধীদের একটি কেন্দ্রে মধ্যরাতে হামলা চালাল এক যুবক। তার ছুরির আঘাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ২০ জন। ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিও থেকে ৫০ কিলোমিটার দূরে সাগামিহারা শহরে। পুলিশ জানিয়েছে রাত আড়াইটে নাগাদ তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে ছিলেন ওই কেন্দ্রের এক কর্মী।
ভয়ার্ত গলায় তিনি জানান একটা ভয়ানক কিছু ঘটেছে। পুলিশের দাবি এর ঘণ্টা দুয়েক পর সাতোসি উয়েমাতসু নামে বছর ২৬-এর এক যুবক গাড়িতে ছুরিটি রেখে পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে। সে জানায় দুনিয়া থেকে সমস্ত প্রতিবন্ধীকে মুছে দেওয়াই হচ্ছে তার লক্ষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে এতবড় গণহত্যার ঘটনা আর ঘটেনি।