একটানা বৃষ্টি হয়েই চলেছে। শুরু হয়েছে গত শুক্রবার থেকে। সেই প্রবল বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ফলে নাজেহাল দশা পশ্চিম ও মধ্য জাপানের। অনেক জায়গায় নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গেছে। অনেক রাস্তা নদীর রূপ ধারণ করেছে। নদী, নালার জল বইছে উত্তাল গতিতে। ইতিমধ্যেই বেশ কিছু নিচু এলাকা জলের তলায় চলে গেছে। জলের তোড়ে খড়কুটোর মত ভেসে গেছে কাঁচা বাড়ি।
এই পরিস্থিতির শিকার হয়ে শনিবারের মধ্যেই জাপানে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এরমধ্যে কেউ জলে পড়ে গিয়ে মারা গেছেন। কারও স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। কেউ কাদা ধস চাপা পড়ে মারা গেছেন। এখনও পর্যন্ত ৫০ জনের কোনও হদিশ নেই। এঁদের কেউ জলের স্রোতে ভেসে গেছেন। কেউ পাহাড় থেকে নামা কাদা ধসে হারিয়ে গেছেন। এঁদের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাওয়া অফিস অবশ্য আবহাওয়ার উন্নতির এখনই কোনও আশ্বাস দিতে পারেনি। টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে তারা। ফলে এসব এলাকার অবস্থা আরও করুণ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন। প্রাণহানি রুখতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।