বিশ্বের সবচেয়ে ছোট পার্ক, সাইজ জানলে বিশ্বাস হবেনা
বিশ্বের সবচেয়ে ছোট পার্ক ছিল পোর্টল্যান্ডে। কিন্তু তা আর রইল না। তার চেয়েও ছোট পার্কের খোঁজ মিলল। যার সাইজ শুনলে কেউ বিশ্বাস করতে পারবেননা।

পার্কে বেড়াতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গাছ, ঘাস জমি, ছোটদের খেলার জায়গা, বড়দের জন্য বসার বেঞ্চ, সুন্দর করে সাজানো পার্ক দেখে অনেকেই অভ্যস্ত। অনেক পার্কে আবার কিছুটা জলও থাকে। পুকুর বা দিঘির মত।
সব মিলিয়ে নিশ্চিন্তে সবুজের মাঝে অবসর কাটানোর জন্য পার্কের তুলনা হয়না। অনেকে সেখানে সকালে বা বিকেলে ছুটতে বা হাঁটতেও হাজির হন। পার্ক সম্বন্ধে সেই চেনা ধারনা একেবারে নষ্ট হয়ে যাবে বিশ্বের সবচেয়ে ছোট পার্কটির কথা জানলে।
একবার জাপানের এক নির্মাণ শ্রমিক গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে পোর্টল্যান্ডে একটি ছোট্ট বাগান দেখেন তিনি। জানতে পারেন সেটাই তখন বিশ্বের সবচেয়ে ছোট পার্ক। সাইজ ৩.১ বর্গ ফুট। সেটা দেখার পর জাপানে ফিরে তিনি স্থির করেন এর চেয়েও ছোট পার্ক তিনি বানাবেন।
৩ বর্গ ফুটের পার্কই বিশ্বাসযোগ্য নয়। তার চেয়েও ছোট পার্ক! ভাবনা সত্যি করে ১৯৮৮ সালে জাপানের নাগাইজুমিতে তৈরি হয় আরও ছোট একটি পার্ক। যেটি সাইজে আড়াই বর্গ ফুট।
একজন মানুষ একবার পা ফেলে টপকে যেতে পারেন ওই পার্ক। তবে সেটি কিন্তু একটি পার্ক। ঘাস জমি আছে। কয়েকটি ছোট ছোট গাছ আছে। পার্কে বসার জায়গা আছে। যেখানে একজন কষ্ট করে বসতে পারবেন।
পার্কে প্রবেশ করার জন্য একটি পাথরও সুন্দর করে সাজানো আছে। দেখে অনেকটা পুতুলের পার্ক বলে মনে হলেও পার্কের সব গুণ থাকায় এটিই এখন বিশ্বের সবচেয়ে ছোট পার্কের তকমা অর্জন করেছে।