সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে
ইতিহাস বদলে দিতে পারে এমন খোঁজ এই সমুদ্রের তলার পিরামিড। যার বয়স কম করে ১২ হাজার বছর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

সমুদ্রের তলার শহর আটলান্টিস-এর কথা মোটামুটি সকলের জানা। যাকে এখনও রূপকথার শহর বলেই ধরা হয়। কিন্তু যা এক এক করে পাওয়া যাচ্ছে তাতে এমন এক শহরের অস্তিত্বের কথা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে।
কারণ জাপানের রিউকিউ দ্বীপের কাছেই সমুদ্রের ৮২ ফুট নিচে এক বিশাল পিরামিডের খোঁজ প্রথম পাওয়া গিয়েছিল ১৯৮৬ সালে। তারপর সেটি নিয়ে নানা সময়ে গবেষণা এগিয়েছে। স্টেপ পিরামিডটি ৯০ ফুট উঁচু।
জলের তলায় থাকা এই পিরামিড সুন্দর করে তৈরি হয়েছে। ক্রমশ পিরামিডের শর্ত মেনে সেটি মাথার কাছে ছুঁচালো হয়েছে। অনেক জায়গাই বলে দিচ্ছে যত্ন করে তৈরি হয়েছে এই পিরামিড। আর সেটাই বিজ্ঞানীদের মধ্যে খটকা তৈরি করেছে।
যদি এটি এতটাই স্থাপত্য রীতি মেনে তৈরি হয়, তাহলে তা কীভাবে প্রকৃতির নিয়মে তৈরি হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিজ্ঞানী। বরং তাঁরা মনে করছেন এটি একসময় মানুষই তৈরি করেছিল।
এবার যদি সেটাই সত্যি হয়, তাহলে ইতিহাস বলছে এই অংশটি জলের তলায় চলে গিয়েছিল ১২ হাজার বছর আগে। সেক্ষেত্রে মেনে নিতে হয় যে এই পিরামিড ১২ হাজার বছরের আগে তৈরি হয়েছিল। যখন এই অংশটি সমুদ্রে তলিয়ে যায়নি তখন।
পরে সেটি সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু পিরামিডটি জলের তলায় রয়ে যায়। তেমনটাই যদি হয়ে থাকে তাহলে মিশরের পিরামিডের চেয়ে এ পিরামিড অনেক অনেক আগে তৈরি হয়েছিল।
অনেক বিজ্ঞানীর ধারনা এটি মানুষেরই তৈরি। এটা যদি সম্পূর্ণ গ্রহণযোগ্য তত্ত্বের মর্যাদা পায় তাহলে কিন্তু পৃথিবীর ইতিহাসকে ফের নতুনভাবে লিখতে হবে।