ভারতে বুলেট ট্রেনের জন্ম হবে জাপানের বিশেষ উপহারে
ভারতে বুলেট ট্রেন চালু হওয়ার অপেক্ষায় দেশবাসী। বুলেট ট্রেনের জন্য লাইন পাতার কাজ জোরকদমে চলছে। জাপানের বিশেষ উপহারেই ভারতে জন্ম নেবে এই বুলেট ট্রেন।

বুলেটের গতিতে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে ট্রেন। এমন গতি ভারত এখনও দেখেনি। সেই ট্রেন চলার প্রস্তুতি এখন তুঙ্গে। একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ট্রেনের আশ্চর্য ক্ষমতাকে ব্যাখ্যা করেছিলেন তার ১ মাসের পথ ১ দিনে অতিক্রম করার ক্ষিপ্রতা দেখে।
এবার ভারতের মানুষ আরও একবার অবাক হবেন ১ দিনের পথ ১ ঘণ্টায় অতিক্রম করতে দেখে। আমেদাবাদ থেকে মুম্বই, এই যাত্রাপথ অতিক্রম করবে বুলেট ট্রেন। তার লাইন পাতার কাজ এখন জোরকদমে চলছে। অনেক জায়গার কাজ সমাপ্তও হয়েছে।
এ বছর না হলেও ২০২৬ সালে হয়তো শুরু হতে পারে পরীক্ষামূলক যাত্রা। যে জন্য বুলেট ট্রেন দরকার। সেই বুলেট ট্রেন আপাতত কিনতে হচ্ছেনা। উপহার হিসাবে পাচ্ছে ভারত।
জাপান তাদের শিনকানসেন নামে পরিচিত বিখ্যাত বুলেট ট্রেন উপহার দিচ্ছে ভারতকে। ১টি নয়, ২টি ট্রেন উপহার হিসাবে পাচ্ছে ভারত। যা কেবল একটি বুলেট ট্রেন নয়, একটি অন্য ক্ষমতাসম্পন্ন বুলেট ট্রেন হবে। ভারতকে উপহার দেওয়ার জন্য জাপান তাদের ২টি ট্রেনে বিশেষ যন্ত্রপাতি যুক্ত করছে।
এই যন্ত্র থাকলে পরীক্ষামূলক অভিযান সঠিকভাবে সম্পূর্ণ হবে। কারণ জাপানের আবহাওয়া বা দূষণ পরিস্থিতির সঙ্গে ভারতের মিল নেই। ভারতে গরমও বেশি, ধুলোও বেশি।
এর সঙ্গে লড়াই করেও বুলেট ট্রেন তার নিজস্ব গতি বজায় রেখে যান্ত্রিক সমস্যা ছাড়াই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। ২০২৬ সালের প্রথমদিকেই জাপানের এই ২টি উপহার ভারতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। জাপান টাইমস এই খবর প্রকাশিত করেছে।