১০ বছর ধরে টাকা জমিয়ে কেনা গাড়ি হাতে পেলেন, কিন্তু সুখ সইল না
যে কোনও গাড়ি নয়। একটি বিশেষ গাড়িই তাঁর পছন্দ। সেই গাড়ি কিনতে টাকা জমান তিনি। কিন্তু গাড়ি হাতে পাওয়ার পর সে সুখ আর সইল না।

তাঁর কম বয়স থেকেই ফেরারি গাড়ি কেনার শখ। সেই শখকে বাস্তবায়িত করতে তিনি তাঁর ২৩ বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেন। যাতে তিনি একদিন ফেরারি কিনতে পারেন। তাতে চড়ে ঘুরতে পারেন।
গাড়ি কেনার এই ইচ্ছার কাঁধে ভর করে ওই তরুণ ৩৩ বছর বয়স পর্যন্ত টাকা জমাতেই থাকেন। এই ৩৩ বছর বয়সে এসে তিনি দেখেন তাঁর সেই স্বপ্নের ফেরারি কেনার অর্থ তাঁর কাছে জমা হয়েছে।
১০ বছর ধরে তিল তিল করে জমানো কষ্টার্জিত অর্থের বিনিময়ে তিনি অবশেষে তাঁর স্বপ্ন পূরণ করেন। কিনে ফেলেন ফেরারি ৪৫৮ স্পাইডার মডেলের গাড়িটি। ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম দাঁড়ায় ২.৬ কোটি টাকা।
জাপানের টোকিও শহরের বাসিন্দা ওই যুবক গাড়িটি কেনার পর সেটি ডেলিভারি পান সঠিক সময়ে। তারপর সেটি নিয়ে নিজেই চালিয়ে বার হন রাস্তায়। নিজের কেনা ফেরারির স্টিয়ারিংয়ে বসার আনন্দটা তাঁর জন্য তখন এক পরম প্রাপ্তি।
এ সুখ অবশ্য তাঁর সামান্য সময়ের জন্যই স্থায়ী হয়। কারণ প্রথমবার গাড়িটি চালানোর সময় তিনি কিছুটা পথ যাওয়ার পরই ধোঁয়া দেখতে পান। গাড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে দেখে তিনি রাস্তার ধারে গাড়িটি দাঁড় করিয়ে তা থেকে নেমে কি হয়েছে দেখার চেষ্টা করেন।
আর ঠিক তখনই গাড়িটি দাউদাউ করে জ্বলে ওঠে। গাড়ির ইঞ্জিন থেকে লাগা আগুন কিছু মিনিটের মধ্যেই একটা নতুন ফেরারি গাড়িকে ছাইয়ে রূপান্তরিত করে।
১০ বছর ধরে টাকা জমিয়ে কেনা স্বপ্নের গাড়ি প্রথম দিনেই কয়েক মিনিটের মধ্যে শেষ। এটা মেনে নিতে পারছেন না ওই জাপানি যুবক। প্রাপ্তি কেবল একটাই। আগুন ধরার আগেই তিনি গাড়ি থেকে নেমে আসায় এ যাত্রায় প্রাণে রক্ষা পেলেন। খবরটি জাপানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশের পাশাপাশি বিভিন্ন দেশি বিদেশি সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে।