বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিট। জাপানের কুচিনোরাবু দ্বীপে তখন মানুষজন কাজে ব্যস্ত। এখানেই রয়েছে সিন্দেক আগ্নেয়গিরি। আচমকাই সেই আগ্নেয়গিরি জেগে ওঠে। শুরু হয় অগ্নুৎপাত। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। ছোট দ্বীপ। আগ্নেয়গিরি ভয়ংকর চেহারা নিলে পালানোর পথ পাওয়া মুশকিল। তবে দ্রুত প্রশাসনের তরফে তাঁদের নিশ্চিন্ত করা হয়। জানানো হয় আতঙ্কের কিছু নেই। স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারেন সকলে। আগ্নেয়গিরির দিকে নজর রাখা হচ্ছে। তেমন কিছু হলে ফের জানানো হবে। তবে প্রয়োজনে যে সকলকে সেখান থেকে দ্রুত সরানো হতে পারে তাও জানিয়ে রেখেছে প্রশাসন। সেভাবে সকলকে তৈরিও থাকতে বলা হয়েছে।
গত অক্টোবর থেকেই মাঝেমধ্যে অগ্নুৎপাত করছে সিন্দেক। তবে ভয়ংকর কিছু নয়। তবে ডিসেম্বরে একবার বিস্ফোরণ ঘটে ও জ্বালামুখ থেকে আগুন বেরিয়ে আসে। এদিন অগ্নুৎপাতের পর অবশ্য সিন্দেকে চড়া বন্ধ করেছে প্রশাসন। পর্বতারোহীদের জানিয়ে দেওয়া হয়েছে আপাতত সিন্দেকে ওঠা যাবেনা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)