বাগানে সাজানো ছিল অনেকগুলি গাছ। যারমধ্যে একটি ছিল অতি মূল্যবান বনসাই। বয়সের কারণে তার মূল্য প্রচুর। সেই ৪০০ বছরের পুরনো বনসাই গাছই নিয়ে পালাল চোরেরা। এছাড়াও ৭টি ছোট গাছও চুরি করে তারা। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে ৮৪ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিওর কাছে সাইতামা বাগানে।
৪০০ বছরের পুরনো বনসাইটি শিমপাকু গাছের। সামনের সপ্তাহে একটি প্রদর্শনীতে সেটি তুলে ধরার কথা ছিল। তার আগেই চুরি হল সেটি। সেইজি লিমুরা ও তাঁর স্ত্রী ফুযুমি লিমুরা হলেন জাপানের বিখ্যাত বনসাই বিশেষজ্ঞ। তাঁদের তৈরি ৭টি অন্য বনসাইও চুরি করে চোরেরা। এই ঘটনার পর ফুয়ুমি লিমুরা কার্যত অনুরোধের সুরেই চোরেদের উদ্দেশ্যে জানিয়েছেন এই সব বনসাই তাঁদের সন্তানের মত। তাই এদের যত্নের যেন ত্রুটি না হয়। কীভাবে এদের যত্ন নিতে হবে তাও জানিয়েছেন তিনি।
ফুয়ুমি জানিয়েছেন, তাঁদের সাধের এই সব বনসাই চুরি যাওয়ার পর তাঁদের মনের অবস্থা বলে বোঝানোর নয়। যেন মনে হচ্ছে তাঁদের কোনও অঙ্গ যেন কেউ কেটে নিয়েছে। ৪০০ বছরের পুরনো বনসাই শিমপাকু গাছটি সম্বন্ধে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফুয়ুমি লিমুরা। তিনি জানান, ওই বনসাইটির বয়স হয়েছে। এক সপ্তাহের বেশি জল ছাড়া ওটি বাঁচবে না।
৩ হাজার বনসাই রয়েছে বাগানে। তার মধ্যে থেকে বেছে বেছে রাতের অন্ধকারে চোরেরা চুরি করেছে দামি বনসাইগুলিই। ফলে তারা এসব বিষয় সম্বন্ধে জানে বলেই মনে করছেন ফুয়ুমি। তাই চোরেদের গাছের যত্ন সম্বন্ধে জানাতে তিনি ফেসবুকে পোস্ট শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা