পৃথিবী থেকে ৩ বছর আগেই পাড়ি দিয়েছিল জাপানের মহাকাশযান হায়াবুসা২। তারপর ৩ বছর ধরে মহাকাশের অন্ধ গলি অনন্ত অন্ধকার চিরে ছুটে চলেছিল লক্ষ্যে। লক্ষ্য নেহাত কাছে নয়। ৩৪০ মিলিয়ন কিলোমিটার দূরে থাকা একটি গ্রহাণুতে পৌঁছনোই ছিল লক্ষ্য। অনেক বাধা বিপত্তি পার করে হায়াবুসা২-এর এই ৩ বছরের পরিশ্রম অবশেষে সফল হল। সফল হল জাপানের মহাকাশ বিজ্ঞানীদের এই যুগান্তকারী উদ্যোগ। শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল ৭টা ৪৯ মিনিটে ওই গ্রহাণুর ভূমি স্পর্শ করে হায়াবুসা২।
আরইউগু নামে ওই গ্রহাণু থেকে পাথর সংগ্রহ করতেই হায়াবুসা২-এর এই ৩ বছরের অক্লান্ত সফর। তার পাথুরে মাটিতে পা রাখার পর এবার পাথর সংগ্রহ করে হায়াবুসা ফের পৃথিবীর দিকে রওনা দেবে। আর বিজ্ঞানীদের হিসেব বলছে হায়াবুসা২ ফিরে আসবে ২০২০ সালের শেষের দিকেই। ফিরতে কম সময় নেবে সে।
কেন এই পাথর সংগ্রহ? জীবনের উৎস অনুসন্ধান করতেই এই পাথর সংগ্রহ করা হচ্ছে। ওই গ্রহাণু পাথর পৃথিবীতে আনা হলে অনেক রহস্যের সমাধান হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত জাপানই হল পৃথিবীর একমাত্র দেশ যারা চাঁদ ছাড়া অন্য মহাজাগতিক বস্তুর পাথর বা অংশ পৃথিবীতে নিয়ে এসেছে। জাপানের হায়াবুসা ২০১০ সালে সে কাজ করেছিল। এবার হায়াবুসা২-এর গ্রহাণু থেকে ফেরার অপেক্ষায় জাপানের বিজ্ঞানীরা তো বটেই, সেইসঙ্গে গোটা বিশ্ব।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)