World

এ দেশে আইন করে নিষিদ্ধ হচ্ছে শিশুদের মারধর, ছাড় নেই বাবা-মায়েরও

কিছুতেই কথা শুনছে না বাচ্চা। বারণ করতে করতে অসহ্য হয়ে দিলেন দু ঘা। সহবত শেখানো। কথা শোনা। এসব শেখাতেই বাবা-মা অনেক সময় সন্তানকে চড় থাপ্পড় কষিয়ে দেন। অবাধ্য শিশুকে বাধ্য করে তুলতে এমন কমবেশি মারধর প্রায় প্রতিটি পরিবারের নিত্য দিনের ঘটনা। কিন্তু জাপানে এমন কাজ বন্ধ করে দিচ্ছে সে দেশের সরকার। একেবারে আইন করে।

আইন করেই বন্ধ করা হচ্ছে শিশুদের মারধর। ফলে ভুলেও একটি চড় কষিয়ে ফেললে জাপানে আগামী দিনে বাবা-মাকেও শাস্তির মুখে পড়তে হতে পারে। এমনই আইন আনছে জাপান। জাপানের পার্লামেন্ট সেশনে এই বিষয়ে একটি সংশোধিত বিল পেশ হতে চলেছে। সরকারের লক্ষ্য সব ঠিকঠাক থাকলে ২০২০ সালে ১ এপ্রিল থেকেই এই আইন দেশ জুড়ে বলবত করা হবে।


জাপানে তাই অনেক অভিভাবক, পরিবারের বড়রা বা শিক্ষক শিক্ষিকারা মানসিকভাবে নিজেদের তৈরি করা শুরু করেছেন। অন্যায় করলে বকাঝকা চলতে পারে ঠিকই, কিন্তু গায়ে হাত একেবারেই নয়। তাতে কিন্তু হাজতবাসও কপালে জুটতে পারে। সেখানে আমার ছেলে বা আমার মেয়েকে শাস্তি দিয়েছি বলেও পার পাওয়ার জায়গা নেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button