পশু নিয়ে যাওয়ার গাড়িতে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল কসাইখানায়। কিন্তু মাঝরাস্তায় বিপত্তি। পশ্চিম জাপানের ওশাকা-র হানশিন হাইওয়ের ওপর গাড়িটি ওভারটেক করতে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। যার জেরে উল্টে যায় গাড়ি। আর সেই সুযোগে রাস্তায় বেরিয়ে পড়ে ১৯টি বিভিন্ন আকারের বরাহ।
আশপাশ মোটেও চেনা নয়। কিন্তু তাতে কী! নিজের মনে পিচঢালা রাজপথে ছড়িয়ে ছিটিয়ে খোশমেজাজে ঘুরতে শুরু করে তারা। আর রাস্তার ওপর ছড়িয়ে থাকা বরাহকুলের জ্বালায় স্তব্ধ হয়ে যায় ছুটে চলা গাড়ির চাকা। পুলিশ এসে তাড়া করলেও বরাহকুলকে রাস্তা ছাড়া করা যায়নি।
এদিকে দীর্ঘ সময় রাস্তা আটকে থাকায় গাড়ির লাইন লম্বা হতে থাকে। যানজটে দাঁড়িয়ে পড়ে শয়ে শয়ে গাড়ি। ৫ কিলোমিটার লম্বা গাড়ির লাইন পড়ে যায়। পরে অনেক চেষ্টা করে সরানো হয় বরাহদের। তারপর রাস্তা সচল হয়। যদিও যানজট কাটতে আরও অনেকটা সময় লেগে যায়।