জাপানে আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। কিন্তু করোনা যেভাবে বিশ্ব জুড়ে ছড়াচ্ছে সেকথা মাথায় রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দেন যে ফাঁকা স্টেডিয়ামে অলিম্পিক গেমস সঠিক সময়ে করার চেয়ে বরং জাপান এক বছর পিছিয়ে দিক এই ক্রীড়া প্রতিযোগিতার আসর। ট্রাম্পের এই প্রস্তাব সামনে আসার কয়েক ঘণ্টা পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়।
প্রায় ৫০ মিনিট ২ রাষ্ট্রনেতা ফোনে কথা বলেন। পরে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জানিয়ে দেন, কোনও পরিবর্তন করছে না জাপান। তাদের দেশে অলিম্পিক গেমস যে সময়ে শুরু করার কথা, সেই সময়ই অলিম্পিকস শুরু হবে। এর কোনও পরিবর্তন করা হচ্ছেনা। অলিম্পিকসের প্রস্তুতিও যেমন চলছে তেমনই চলবে বলে জাপান সরকারের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে।
চিন থেকে ছড়ানো করোনা ভাইরাস জাপানেও থাবা বসিয়েছে। অনেক দেশেই কোনও ক্রীড়া প্রতিযোগিতা যাও বা অনুষ্ঠিত হচ্ছে তো তা হচ্ছে বন্ধ দরজার পিছনে। অর্থাৎ দর্শক শূন্য গ্যালারিতে। এই অবস্থায় অলিম্পিকসের আসরেও কী গ্যালারি শূন্যই থাকবে? এ প্রশ্ন অবশ্য এড়িয়ে গেছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি। এককথায় জাপান পরিস্কার করে দিয়েছে আর যাই হোক অলিম্পিক গেমস পিছোবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা