বিশ্বজুড়ে করোনা উদ্বেগ ক্রমশ জটিল আকার নিচ্ছে। এই অবস্থায় অন্য দেশ থেকে মানুষজনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। ভারতও সেই পথেই হেঁটেছে। এবার পুরোপুরিভাবে বিদেশ থেকে আসা যাবতীয় বিমানে নিষেধাজ্ঞা জারি না করলেও বিশ্বের ৭৩টি দেশের বিমান তাদের দেশে নামতে দেবেনা জাপান। একথা এদিন জানিয়ে দিয়েছে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স, ইরান, চিন, কানাডা, দক্ষিণ কোরিয়া সহ এই তালিকায় নাম রয়েছে ৭৩টি দেশের। এসব দেশ থেকে জাপানে যেমন মানুষ আসবেনা না, তেমনই এখান থেকে ওসব দেশে মানুষ যাবেনও না। জাপান থেকে কেউ ওসব দেশে যেন ভ্রমণ না করেন, সেকথা জানিয়ে দিয়েছে জাপান সরকার।
জাপানে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ২ হাজার ৬৬৫ জন। ৬৭ জনের এখনও এই রোগে মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে যাতে করোনা আর না ছড়িয়ে পড়তে পারে সেজন্য দেশে করোনা প্রভাব বিস্তার করা দেশগুলি থেকে বিমান আসা বন্ধ করে সেখান থেকে করোনার শিকার কাউকে জাপানে ঢুকতে দিতে চাইছে না জাপান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা