করোনা উদ্বেগের মধ্যেই জাপানে তীব্র কম্পন
জাপানে করোনা উদ্বেগ এখনও যথেষ্ট মাত্রায় রয়েছে। ১৯০ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই করছে।
কদিন আগেই লকডাউনের মধ্যেই কেঁপে উঠেছিল দিল্লি সহ তার আশপাশ। যদিও সেই কম্পনের মাত্রা ছিল কম। কিন্তু শনিবার জাপানে যে কম্পন অনুভূত হল তা প্রবল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। যাকে তীব্র ভূমিকম্প হিসাবেই ধরা হয়।
কম্পন অনুভূত হয় জাপানের ওগাসাওয়ারা দ্বীপে। সেখানেই কম্পনের তীব্রতা ছিল সর্বাধিক। জাপানের অন্যত্রও কম্পন অনুভূত হয়েছে।
জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে কম্পন অনুভূত হয়। সমুদ্রের ৪৯০ কিলোমিটার নিচে ছিল কম্পনের কেন্দ্র। কম্পনের জেরে বহু মানুষ আতঙ্কে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। প্রবল কম্পন আতঙ্কের সৃষ্টি করে। তবে এত বড় মাপের ভূমিকম্প হলেও এদিন কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
রিখটার স্কেলে ৬.৯ মাত্রার কম্পনের পরও ওগাসাওয়ারা দ্বীপে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কোনও হতাহতের খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ণ মাত্রায়। জাপানে ভূমিকম্প অবশ্য নতুন কিছু নয়। এখানে প্রায়ই কম্পন হয়। তবে বড় মাপের হলে চিন্তার কারণ হয়।
এদিকে জাপানে করোনা উদ্বেগ এখনও যথেষ্ট মাত্রায় রয়েছে। ১৯০ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা