বিপদসীমার ওপর দিয়ে বইছে চিকুগো নদী, মৃত বেড়ে ৫২
বিপদসীমার ওপর দিয়ে বইছে চিকুগো নদী। একটানা বৃষ্টিতে তৈরি হওয়া বন্যায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
টোকিও : বিপদসীমার ওপর দিয়ে বইছে চিকুগো নদী। দুকুল ছাপিয়ে জল বহু এলাকার মধ্যে দিয়ে প্রবল স্রোতে বইছে। জলের তোড়ে মিশে যাচ্ছে অনেক ঘরবাড়ি। রাস্তাগুলো খরস্রোতা নদীর চেহারা নিয়েছে। টানা বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরেই। যার জেরে ক্রমশ পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। জাপানের কিউসু এলাকায় এমন বৃষ্টি, এমন বন্যা এর আগে কখনও হয়নি। সেদিক থেকে এটা ঐতিহাসিক বিপর্যয়।
চিকুগো হল কিউসু-র সবচেয়ে বড় নদী। দ্বীপটির মধ্যে চিকুগো এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যেই মৃত্যু বাড়তে বাড়তে ৫২ জনে গিয়ে ঠেকেছে। ১২ জনকে ভাসিয়ে নিয়ে গেছে বন্যার প্রবল তোড়। তাঁদের কোনও হদিশ নেই। এদিকে একটানা চলতে থাকা বৃষ্টিতে অনেক জায়গায় ধস নেমেছে। যা পরিস্থিতি আরও ঘোরাল করেছে।
কিউসু-র বন্যা পরিস্থিতি মাথায় রেখে সেখানে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। সেনা উদ্ধারকাজে নেমেছে। অনেক এলাকা থেকেই বন্যার্তদের উদ্ধার করে ত্রাণ শিবিরগুলিতে রাখা হয়েছে। তবে সেখানেও রয়েছে করোনা আতঙ্ক। তাই দূরত্ববিধি মেনেই বন্যার্তদের রাখার বন্দোবস্ত হয়েছে। যার জন্য খুব বেশি মানুষকে উদ্ধার করে একটা ত্রাণ শিবিরে রাখা যাচ্ছেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা