SciTech

ক্ষত সেরে যাবে, ঘামবে হাত, রোবটের দেহে মানুষের মত সাড়া দেওয়া ত্বক

বিজ্ঞানের আরও এক চমৎকার সামনে এল। এবার রোবটের জন্য মানুষের মত ত্বকের ব্যবস্থা করলেন বিজ্ঞানীরা। যে চামড়া কাটলেও সেরে যায়।

আগামী দিন যে রোবটের যুগ তা নিয়ে বিতর্ক নেই। মানুষের কাজ অনেকটাই করে দেবে বুদ্ধিমান রোবট। ক্রমশ রোবটকে মানুষের সম ক্ষমতা ও সক্ষমতা দেওয়ার চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা।

এখন রোবটদের ধাতব শরীরে যে আঙুল থাকে তা ঢাকা থাকে সিলিকন চামড়ার আস্তরণে। যা কিছুটা মানুষের ত্বকের মত দেখতে হয় ঠিকই, তবে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যে নতুন চামড়া তৈরি করেছেন তার পর ওই সিলিকন চামড়াকে নেহাতই খেলনা মনে হবে।


গবেষকেরা রোবটদের আঙুলের জন্য যে চামড়া তৈরি করেছেন তা হুবহু মানুষের ত্বকের আদলে তৈরি। সেই কৃত্রিম চামড়ায় রয়েছে মানুষের মত ভাঁজ, দাগ।

এ ত্বকে একটু ঘাম ঘাম হয়ে থাকে। যেমন মানুষের হাতে একটা আলতো ভিজে ভাব থাকে ঠিক তেমন। এর স্পর্শের সঙ্গে মানুষের আঙুলের স্পর্শের তেমন কোনও ফারাক নেই।


টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ওই চামড়া যথেষ্ট টেকসই। সহজে ছেঁড়ার নয়। তবে কাজ করতে গিয়ে যদি চামড়ায় আঘাত লাগে তাহলে ঠিক মানুষের মত তা নিজে থেকে সেরেও যাবে।

মানুষের যেমন কেটে গেলে নিজে থেকে এক সময় সেরে যায়, নতুন চামড়া পড়ে যায়, ঠিক সেরকম। আগামী দিনে এই চামড়াই রোবটদের আঙুলে রাখা হবে বলে মনে করছেন গবেষকেরা। যা রোবট যুগে যুগান্ত এনে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button