পৃথিবীতে জল এসেছিল বাইরে থেকে, প্রমাণ আনল হায়াবুসা২
পৃথিবীতে জল এল কোথা থেকে তার এক একদম নতুন তত্ত্ব সামনে এল। যার সপক্ষে প্রমাণ ৩০০ মিলিয়ন কিলোমিটার দূর থেকে বয়ে এনেছে হায়াবুসা।
পৃথিবীতে জল এল কোথা থেকে? একটা প্রচলিত ধারনা অনেকের জানা। একটানা বৃষ্টির ফলে পৃথিবী জলে ভরে গিয়েছিল। কিন্তু জাপানের মহাকাশযান হায়াবুসা২ এবার এই তত্ত্বকে নাকচ করার প্রমাণ বয়ে আনল। যা খতিয়ে দেখার পর জাপানের মহাকাশ বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবীর জল এসেছে পৃথিবীর বাইরে থেকে।
পৃথিবী যে জলে ভরেছিল তার পিছনে বাইরের গ্রহাণুর হাত রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জাপানের মহাকাশযান হায়াবুসা২ পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত গ্রহাণু রয়ুগু থেকে ৫.৪ গ্রাম মাটি তুলে নিয়ে আসে। ২০২০ সালের ডিসেম্বরে তা পৃথিবীতে ওই নমুনা নিয়ে ফেরে।
তারপর সেই নমুনা পরীক্ষা শুরু করেন জাপানের বিজ্ঞানীরা। সেই নমুনা পরীক্ষার পর তাঁরা অনেকটাই নিশ্চিত যে পৃথিবীতে যে জল দেখতে পাওয়া যায় তা এসেছিল পৃথিবীর বাইরে থাকা অপার্থিব ছোট ছোট বস্তুর নিয়ে আসা বিভিন্ন উপাদান থেকে।
রয়ুগু থেকে আনা নমুনার উপাদানের সঙ্গে পৃথিবীতে থাকা জলের উপাদানের অনেকাংশেই মিল রয়েছে। ফারাকও আছে। তবে সামান্য। তাই বিজ্ঞানীরা মনে করছেন একটা সময় কেবল লাভায় ভরে থাকা পৃথিবীপৃষ্ঠ জলে ভরার কারণ পৃথিবীর বাইরের এসব উপাদান।
এটা ঠিক যে রয়ুগু থেকে আনা নমুনা জল ছিলনা। তবে যে নমুনা এসেছিল তা পরীক্ষার পর বিজ্ঞানীরা দেখেন যে অক্সিজেন অণু এবং হাইড্রোজেন অণু নিজেদের মধ্যে মিশে রয়েছে। এটাই ছিল তাঁদের জন্য প্রাথমিক শর্ত। যা দেখে তাঁদের ধারনা পৃথিবীতে জল এসেছিল বাইরে থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা