কিছু না করার পারিশ্রমিক কয়েক হাজার টাকা, সঙ্গে মিলবে সুখাদ্য
কোনও কাজ না করার জন্য যদি টাকা পাওয়া যায়, এমন অফার তো স্বপ্নের মত। কোনও কাজ না করার জন্য হাজার হাজার টাকা দিচ্ছেন মানুষজন। সঙ্গে ফ্রি খাবার।
তিনি কোনও কাজ করেননা। কাজ না করার জন্য ঘণ্টায় চার্জ করেন ৬ হাজার টাকা। আর সে টাকা তাঁকে দিতে চেয়ে অনেকেই অপেক্ষায় থাকেন। এমনও হয় যে তাঁর ভাল না লাগলে তিনি টাকা নেন না। ফিরিয়ে দেন।
শুনে কিছুটা রূপকথার গল্পের মত মনে হতে পারে। অনেক চাকরি প্রার্থীর ঈর্ষাও হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এটাই সত্যি।
জাপানের ৩৮ বছরের শোজি মোরিমোতো কোনও কাজ না করার জন্য ঘণ্টায় প্রায় ৬ হাজার টাকা নেন। কিন্তু কেন তাঁকে টাকাটা দেন মানুষজন?
কারও হয়তো একটু বেড়াতে ইচ্ছা করছে। পাশে কাউকে চাই। তিনি শোজিকে ডেকে নেন। শোজি তাঁর সঙ্গে থেকে গল্প করেন। তাঁর সঙ্গে বেড়ান। খাওয়া দাওয়া করেন। অবশ্যই নিজের খরচে নয়।
আবার হয়তো কারও জন্মদিন। কারও সঙ্গে কেক কেটে আনন্দ করতে চান। তিনি ডাকেন শোজিকে। শোজি মানুষের একাকীত্বের সঙ্গী হন। তাঁর সঙ্গে সময় কাটান।
কখনও কেউ রাস্তায় অন্যদের সঙ্গে বার হতে সংকোচ বোধ করলে শোজিকে ডেকে নেন। এমনকি পার্কে বসে কাউকে আইসক্রিম খাওয়ায় সঙ্গ দেওয়ার জন্যও শোজি বিভিন্ন জায়গায় হাজির হন।
শোজির এখন অনেক গ্রাহক। একই মানুষ বারবার তাঁকে ডাকেন এমনটাও হয়। তবে একবার তাঁকে পোশাকহীন হওয়ার জন্য একজন ডেকে পাঠিয়েছিলেন। শোজি রাজি হননি। সব অফার তিনি গ্রহণ করেননা। যেমন করেননি একবার একজন ফ্রিজ সরাতে তাঁকে সাহায্য করতে ডাকায়।