মহাকাশ থেকে ফেরার টিকিট কাটার নামে মহিলাকে সর্বস্বান্ত করল নকল নভশ্চর
তাঁকে ছাড়া আর সে থাকতে পারবেনা। কিন্তু সে রয়েছে মহাকাশে। মহাকাশ থেকে ফিরতে টিকিট কাটতে হবে। সেজন্য টাকা চেয়ে মহিলাকে সর্বস্বান্ত করল নকল নভশ্চর।
তাঁকে সে ভালবাসে। এটা সে বারবার বলতে চায়। সে তাঁকে বিয়ে করতে চায়। নতুন জীবন শুরু করতে চায়। এক মহিলাকে এভাবেই নিজের কথার জালে মুগ্ধ করে ফেলে এক নকল মহাকাশচারী।
ওই মহিলাকে এই নকল নভশ্চর জানায় সে রাশিয়ার এক নভশ্চর। এখন সে মহাকাশে রয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছে। বিয়ে করতে সে জাপানে ওই মহিলার কাছে ফিরে আসতে চায়। সেজন্য অবশ্য অনেক টাকা লাগবে। যাতে সে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার টিকিট কাটতে পারে।
একটা রকেটও ভাড়া করতে হবে। যাতে সে সোজা মহাকাশ থেকে জাপানে নামতে পারে। ব্যস একবার মহাকাশ থেকে জাপানে নেমে আসতে পারলেই ওই মহিলাকে বিয়ে করে সে জাপানে নিজের নতুন সংসার পাতবে। পরবর্তী জীবন ২ জনে সুখে শান্তিতে কাটিয়ে দেবে।
রাশিয়ার নভশ্চর হিসাবে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন ৬৫ বছরের ওই মহিলা। ৬৫ বছর বয়সে নতুন করে বিয়ে করে এক নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর ছিলেন ওই মহিলা।
তিনি মহাকাশ থেকে ফেরার টিকিট কাটার জন্য ওই ঠগকে জাপানি মুদ্রায় ৪.৪ মিলিয়ন ইয়েন পাঠিয়ে দেন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৪ লক্ষ টাকা। মহিলাকে ভুল বুঝিয়ে কার্যত তাঁকে সর্বস্বান্ত করে দেয় ওই নকল নভশ্চর। জাপানে এমন ঘটনা কিন্তু ইদানিংকালে বেড়েছে।