ক্রেতাদের প্লাস্টিকের খাবার বিক্রি করলেন দোকানদার
তাঁরা বেচেও দিলেন, ক্রেতারা নিয়েও নিলেন। প্লাস্টিকের তৈরি খাবার নিয়ে ক্রেতারা চলেও গেলেন। দামও মিটিয়ে দিলেন। অনেক পরে ধরা পড়ল আসল কাণ্ড।
দোকানে সাজানো ছিল থরে থরে পেস্ট্রি। রাস্তার ধারের দোকান। তবে খাবার বেশ ভাল বলেই পরিচিত। এমন এক পেস্ট্রি ছিল যার ওপরে ডিমের টপিং ছিল। দেখেই বোঝা যাচ্ছিল একদম টাটকা।
২ ক্রেতা দোকানে হাজির হয়েছিলেন তা কিনতে। কিনেও নেন। এমন টাটকা পেস্ট্রি দেখে যে কারও ভাল লাগতে পারে। দোকানে একাধিক বিক্রেতা দাঁড়িয়ে ছিলেন। তাঁদেরই একজন ক্রেতাদের গুছিয়ে বাক্সে ভরে দেন পেস্ট্রি। ক্রেতারা খুশি মনে দাম মিটিয়ে চলে যান।
এদিকে বিক্রির কিছুটা সময় পরই দোকানে থাকা এক বিক্রেতার নজরে পড়ে প্লাস্টিকের যে পেস্ট্রিগুলি সাজানোর জন্য আনা হয়েছিল, সেগুলিই আসল ভেবে ক্রেতাদের বিক্রি করে দেওয়া হয়েছে। নিজেদের চরম ভুল বুঝতে পেরে ক্রেতাদের আশপাশে খোঁজ শুরু হয়। অবশেষে ক্রেতাদের খোঁজ মেলে।
একটাই রক্ষা যে ক্রেতারা তখনও ওই পেস্ট্রিতে কামড় বসাননি। তা বসালে যে কি হত তা বলা মুশকিল। কারণ ওটা আসল পেস্ট্রি নয়, প্লাস্টিকের পেস্ট্রি। যা খাবার জন্য নয়, সাজানোর জন্য তৈরি হয়।
ঘটনাটি ঘটেছে জাপানে। যে ঘটনার কথা এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত জাপানে প্লাস্টিকের পেস্ট্রি বলেই নয়, নানা খাবারের হুবহু নকল করে প্লাস্টিকের বানানো হয়।
যা দোকানে দোকানে সাজানোর জন্য রাখা হয়। তা এতটাই আসলের মত দেখতে হয় যে দোকানিরাও ভুল করে ফেলেন কোনটা আসল আর কোনটা নকল তা বুঝতে।