এ রেস্তোরাঁয় খেতে গেলে মোবাইল ব্যবহার করা যাবেনা
রেস্তোরাঁটি জনপ্রিয়, তাই তার নিষেধাজ্ঞাও খবর। এই রেস্তোরাঁয় খেতে গেলে খাওয়ার সময় মোবাইল ব্যবহার করতে পারবেননা গ্রাহকরা। এমনই সিদ্ধান্ত জানিয়েছেন রেস্তোরাঁর মালিক।
তাঁর রেস্তোরাঁয় গ্রাহকের অভাব হয়না। প্রতিদিন বহু মানুষ ভিড় জমান এখানে। খাবারও বেশ সুস্বাদু। কিন্তু মালিকের বেশ কিছুদিন ধরেই মন খারাপ ছিল। যে সময় তাঁর দোকানে মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে সে সময় তিনি লক্ষ্য করেছেন কিছু গ্রাহক সহজে সিট ছাড়তে চান না।
খাবার খাওয়ার একটা সময় থাকে। তার চেয়েও অনেক বেশি সময় তাঁরা লাগিয়ে দিচ্ছেন সিট ছাড়তে। আর তার ফলে অনেক গ্রাহক ঠায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন সিট পাওয়ার অপেক্ষা।
নয়তো অনেক গ্রাহক অত সময় অপেক্ষায় দিতে পারবেননা বলে চলে যান দোকানে না ঢুকেই। রেস্তোরাঁর মালিক লক্ষ্য করেন যাঁরা খুব বেশি সময় সিট জুড়ে রাখেন তাঁদের অধিকাংশই ফোনে লেপ্টে থাকেন। তাই তাঁদের খেতেও সময় লাগে।
অবশেষে তিনি সিদ্ধান্ত নেন ওই মোবাইলই যত সমস্যার মূল। তাই গ্রাহকরা যাতে খাওয়া শেষ করে দ্রুত সিট ছাড়েন সেজন্য তাঁদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।
সাফ জানিয়ে দিয়েছেন যদি তাঁর রেস্তোরাঁয় খেতে হয় তাহলে সিটে বসে থাকাকালীন মোবাইল ফোন ব্যবহার করা যাবেনা। এ শর্তে যাঁরা রাজি তাঁরাই এখন রেস্তোরাঁয় খেতে পারবেন।
জাপানের টোকিও শহরে রয়েছে দেবু চ্যাং নামে এই রেস্তোরাঁ। যা বেশ জনপ্রিয়। সেই রেস্তোরাঁর মালিক এমন এক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার পর তা খবর হতে সময় নেয়নি। এখন এখানে খাওয়া মানে রেস্তোরাঁয় থাকাকালীন মোবাইল ভুলে যাওয়া।