এই স্টেশনে না ঢোকা যায়, না বার হওয়া যায়, অথচ এখানে নিয়মিত ট্রেন দাঁড়ায়
শুনে অবাক লাগাটাই স্বাভাবিক। এমন এক রেলস্টেশন রয়েছে যে স্টেশনে না ঢোকা যায়, না সেই স্টেশন থেকে বার হওয়া যায়। অথচ সেই স্টেশনে ট্রেন দিব্যি দাঁড়াচ্ছে।
শুনে অনেকটা হেঁয়ালির মত ঠেকতে পারে। কিন্তু এটাই ঘটনা। এই স্টেশনে ট্রেন দাঁড়ায় নিয়মিত। কিন্তু না স্টেশনে ঢোকার কোনও জায়গা আছে। না সেই স্টেশন থেকে বার হওয়ার উপায় আছে।
একটি প্ল্যাটফর্ম আছে। যেখানে ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীরা যদি ওই স্টেশনে নামেনও, তাহলেও তাঁদের অন্য ট্রেনে বা যে ট্রেনে এসেছেন সেই ট্রেনেই উঠে পড়তে হবে।
কারণ স্টেশন থেকে বার হওয়ার উপায় নেই। আবার এই স্টেশন থেকে কোনও যাত্রী ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে আসেন না। কারণ আসার কোনও উপায়ই নেই!
এমন এক আজব স্টেশন রাখার মানে কি? প্রশ্নটা মনে আসতেই পারে। কিন্তু তা সত্ত্বেও এই স্টেশন রয়েছে। আর যাত্রীরা এই স্টেশনে নামবেন বলে অনেক সময় ট্রেনও ধরেন।
জাপানের সেইরিউ মিহারাশি নামে একটি স্টেশনে এটাই হয়। কিন্তু যাত্রীরা নেমে করেন কি? এই স্টেশনের যে একটি মাত্র প্ল্যাটফর্ম রয়েছে সেটি অনেকটা বারান্দার মত। সেখানে ট্রেন এসে ১০ মিনিট দাঁড়ায়।
যাত্রীরা অনেকেই নেমে পড়েন। কারণ প্ল্যাটফর্মের গা ঘেঁষে বয়ে গেছে নিশিকি নদী। নদীর ধার পাহাড়ে ঘেরা। সবুজ জঙ্গল চারধারকে মোহময় করে তুলেছে।
এমন এক প্রাকৃতিক পরিবেশের সামনে দাঁড়িয়ে যে কেউ সব ভুলে যেতে পারেন। আর সেটাই এই স্টেশনের মূল আকর্ষণ।
এই স্টেশনটি জাপানে তৈরিই হয়েছে যাত্রীদের এই অপরূপ প্রকৃতির শোভায় মুগ্ধ করার জন্য। ১০ মিনিট এই প্রকৃতির রূপে মিশে যাওয়ার পর ফের যাত্রীদের ওই ট্রেনেই উঠে পড়তে হয়। ট্রেন যাত্রা করে পরবর্তী স্টেশনের দিকে।