Lifestyle

চুমুক দিন কফিতে, পাশে পাবেন বাহারি সাপ

উঠতে বসতে, এমনকি খেতে গেলেও অতিথিরা সাপের মুখোমুখি হতে বাধ্য। আছে সাপের থিম নিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য।

কড়ি ফেলো, সাপ নিয়ে খেলো। না, এখানে কোনও চিড়িয়াখানার কথা বলা হচ্ছে না। জাপানের রাজধানী শহর টোকিওর হারাজুকুতে একটি কাফের প্রধান আকর্ষণ সাপ। সেখানে উঠতে বসতে, এমনকি খেতে গেলেও অতিথিরা সাপের মুখোমুখি হতে বাধ্য।

সাপ নিয়ে মানুষের মনে অযথা ভয় দূর করতেই এমন অদ্ভুত রেস্তোরাঁ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। ২০১৫ সালের অগাস্ট মাসে কাফেটির উদ্বোধন হয়। কাফের সংগ্রহে প্রায় ৩৫টির মতো বিষদাঁতহীন সাপ রয়েছে। তাদেরকে সযত্নে স্বচ্ছ কাচের বাক্সে রাখা হয়।


এছাড়া আছে সাপের থিম নিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য। কোনও উৎসাহী অতিথি যদি সাপের ঘরের সামনে বসে খেতে চান, তাহলে তাঁকে গুনে গুনে ১৫০০ জাপানি ইয়েন খরচ করতে হয়।

আর কেউ যদি নিরীহ সাপদের সঙ্গে খেলতে চান, তবে তাঁকে অতিরিক্ত ৩১৩ জাপানি ইয়েন খসাতে হয়। তবে সাপদের আদর করার আগে রেস্তোরাঁর কর্মচারীদের নির্দেশ অবশ্যই মেনে চলতে হয় অতিথিদের।


শুধু সাপই নয়, জাপানের এরকম একাধিক রেস্তোরাঁ বিভিন্ন প্রাণিদের নিয়ে সংগ্রহশালা সাজিয়ে তুলেছে। সেদেশে আছে প্যাঁচার রেস্তোরাঁ, বিড়ালের রেস্তোরাঁ। এইসব কাফে বা রেস্তোরাঁগুলি দেশবিদেশের পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button